শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ : বেবিচক চেয়ারম্যান

0
8

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৮৮ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

সোমবার দুপুরে থার্ড টার্মিনালের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সফট ওপেনিংয়ে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সিস্টেম ও মেশিনারি স্থাপন করা হয়েছে, সফট ওপেনিংয়ের পর বাকি কাজ শেষ হতে আরও এক বছর লাগবে, ১ ও ২ টার্মিনাল থেকে কিভাবে তৃতীয় টার্মিনালে পরিচালনা স্থানান্তর হবে সেই কাজ চলবে।

এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, যাত্রীরা কিংবা সর্বসাধারণের জন্য আগামী বছরের শেষে উন্মুক্ত করে দেয়া হবে। এই প্রকল্পের কারণে সড়ক ট্রেন এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ ও বের হতে পারবেন। ১২৩০ গাড়ি পার্কিং করতে পারবে।

তিনি আরও বলেন, জাইকার অর্থায়নে প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প কাজ শুরু হয় ২০১৯ সালে। তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ১৬ বিলিয়ন যাত্রী পরিবহনের সক্ষমতা আছে এই থার্ড টার্মিনালে। ২৬টি বোর্ডিং চালু করা হবে যাত্রী সেবার জন্য। তৃতীয় টার্মিনালে লাগেজ চারটি স্তরে অটোমেটিক চেক করা হবে।

যাত্রী সেবার মান আন্তর্জাতিক মানের করতে ও পরিচালনার কাজ বিদেশি সংস্থাকে দেয়া হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here